Realme p3x দাম কত - Realme p3x price in bd 2025
Realme p3x দাম কত - আপনি কি জানেন Realme নতুন স্মার্টফোন খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে। ফোনটির মডেল Realme p3x। বাংলাদেশের স্মার্টফোন লাভারদের মধ্যে এই ডিভাইসটি ইতিমেধ্যই সারা জাগিয়েছে। এই ডিভাইসটিতে পাচ্ছেন ৬,৮/১২৮ জিবি স্টোরেজ। ক্যামেরায় থাকছে ৫০ মেগাপিক্সেল সেন্সর সেই সাথে সেলফির জন্য পেয়ে যাচ্ছেন ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও আরও পাচ্ছেন ৪৫ ওয়াটের ফাস্ট চাজিংয়ের সুবিধা।
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো রিয়েলমি পি৩এক্স দাম কত? Realme p3x ভালো না মন্দ, বাংলাদেশে বাজারে Realme p3x দাম কত টাকা হবে এই সকল বিষয় নিয়ে।
Realme p3x দাম কত টাকা ২০২৫
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বর্তমান বাজারে স্মার্টফোন কোম্পানীগুলো বিভিন্ন মডেল বাজারে লঞ্চ করছে। তার মধ্যেই একটি অন্যতম মডেল হলো রিয়েলমি পি৩এক্স ৫জি। আপনারা জানেন নেটওয়ার্ক জগতে বাংলাদেশ এখন 5G নেটওয়ার্কে পা রেখেছে। রিয়েলমি এই সব কথা মাথায় রেখে Realme p3x 5G দাম হতে পারে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকার মধ্যে।
বন্ধুরা বাংলাদেশের বাজারে Realme P3x অফিসিয়াল মূল্য এখনও ঘোষণা করা হয় নি। তথ্যসূত্রে যানা যায় পাকিস্তানে এই ফোনটি আনুমানিক দাম রাখা হয়েছে ৬৩০০০ পাকিস্তানি রুপিতে। যা বাংলাদেশ টাকায় ৩৫০০০-৪০০০০ আশা করা হয়। তবে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে বলা হচ্ছে।
রিয়েলমি পি৩এক্স ৫জি ফুল স্পেসিফিকেশন
আশা করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেই বাংলাদেশে বাজারে আসবে। তবে বাজারে না আশা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। চলুন আর অপেক্ষা না করে দেখে নেই কি কি থাকছে এই ফোনটিতে।
ডিসপ্লেঃ একটি ফোনের ডিসপ্লে বড় না হলে নিজের হাতে ভিতর রাখতে অনেক সময় অসুবিধায় পরতে হয়। সেজন্য রিয়েলমির এই ফোনে দিয়েছে ৬.৬৭ ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। ১০৮০ x ২৪১২ পিক্সেল রেজোলিউশনসহ থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট।
প্রসেসরঃ স্মার্টফোনের ক্ষমতা নির্ভর তার প্রসেসরের উপর। তাই এখানে MediaTek Dimensity 6400 চিপসেট ব্যবহার করা হয়েছে সাথে থাকছে অক্টা-কোর প্রসেসর। এই ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড ১৫।
র্যাম ও স্টোরেজঃ রিয়েলমি পি৩এক্স ফোনে পাচ্ছে বিশাল স্টোরেজ। একজন ইউজারের ছবি, ভিডিও, গেম সকল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। র্যাম থাকছে ৬/৮জিবি এবং স্টোরেজে ১২৮ জিবি। এতে আপনার ভিভাইসটি দ্রুত কাজ করবে।
ক্যামেরাঃ ছবি তুলতে পছন্দ করে না এমণ মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই ফোনটি দিয়ে ইউজার সুন্দর ছবি তুলতে পারবে। Realme p3x পিছনে দুইটি ক্যামেরা সেট আপ করা হয়েছে। একটি হলো ৫০ মেগাপিক্সেল (মেন) এবং অপরটি হলো ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সর)। অনেকে সেলফি তুলতে ভালোবাসেন সেজন্য দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেল বিশাল ক্যামেরা।
ব্যাটারিঃ ফোনের দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার দিন শেষ। তার জন্য রিয়েলমি অসাধারণ একটি স্মার্টফোন আপনাদের উপহার দিচ্ছে। যা একবার চার্জ করলে ২ দিন অনাসে চালাতে পারবেন। রিয়েলমি দিচ্ছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) লি-পলিমার ব্যাটারি। একে চার্জ করা জন্য দিচ্ছে ৪৫ ওয়াটের ফাস্ট চাজিং।
অন্যান্য ফিচারঃ রিয়েলমির p3x মডেলে পেয়ে যাবেন সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পানি ও ধূলাবালি থেকে প্রতিহত করার জন্য থাকছে IP68/IP69 রেটিং। নেটওয়ার্ক কানেক্টিভিটি জন্য রয়েছে 2G, 3G, 4G ও 5G এবং Wi-Fi 5 সাপোর্টডে। দুই সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে।
Realme p3x ভালো দিক ও মন্দ দিক
নিচে আপনাদের বোঝানোর জন্য ভালো ও মন্দ দিক দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে।
ভালো দিক - সুবিধা
- ৬০০০ mAh ব্যাটারি থাকার কারণে দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহার করা যাবে।
- এই ফোনে IPS LCD ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় আপনাকে ভালো পারফরমেন্স পাবেন।
- 5G থাকার কারণে দ্রুত ইন্টারনেট চালাতে পারবেন।
- ৬/৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফলে প্রচুর অ্যাপ, ছবি ও ভিডিও সংরক্ষণ করা যাবে।
মন্দ দিক - অসুবিধা
- ফোনটির পিছনে ও ফ্রেমে প্লাস্টিক ব্যবহৃত হওয়ায় সাবধানে ব্যবহার করতে হবে।
- ওজন বেশি লাগতে পারে। দীর্ঘ সময় ব্যবহার করলে ভারী লাগতে পারে।
- এতে NFC ও FM নেই।
Realme P3x 5G সম্পর্কে প্রশ্ন ও উত্তর
রিয়েলমি পি৩এক্স সম্পর্কে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর আমরা জানানো চেষ্টা করবো। জেনে নেওয়া যাক প্রশ্নে সমাধান-
১. Realme p3x দাম কত টাকা?
উত্তর: ভারতের বাজারে ফোনটি দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ রুপি। সেই হিসেবে বাংলাদেশ টাকা দ্বারায় ১৯,৬০০ টাকা। কিন্তু সরকারী কিছু ভ্যাট দিতে হয় তাতে করে ফোনটি বাংলাদেশে কত টাকায় ক্রেতারা ক্রয় করতে পারবেন সেই সম্পর্কে আপডেট পরে জানানো হবে।
উত্তর: ভারতের বাজারে ফোনটি দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ রুপি। সেই হিসেবে বাংলাদেশ টাকা দ্বারায় ১৯,৬০০ টাকা। কিন্তু সরকারী কিছু ভ্যাট দিতে হয় তাতে করে ফোনটি বাংলাদেশে কত টাকায় ক্রেতারা ক্রয় করতে পারবেন সেই সম্পর্কে আপডেট পরে জানানো হবে।
২. Realme P3x 5G কবে বাজারে আসবে?
উত্তর: গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রিলেয়মি অফিসিয়ালি ঘোষণা দিয়েছে ভারতে। তবে ফোনটি প্রথম বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।
উত্তর: গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ রিলেয়মি অফিসিয়ালি ঘোষণা দিয়েছে ভারতে। তবে ফোনটি প্রথম বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে।
৩. ফোনটি কয়টি কালার রয়েছে?
উত্তর: রিয়েলমি পি৩এক্স ফোনের মোট ৩টি কালার ভেরিয়েন্ট রয়েছে। সেগুলো হলো - লুনার সিলভার, মিডনাইট ব্লু, স্টিলার পিঙ্ক।
৪. Realme p3x কোন দেশের কোম্পানী?
উত্তর: রিয়েলমি মূল অফিস চীনে। অর্থাৎ Realme কোম্পানির সকল ফোন চীন দেশে তৈরি করা হয়।
সর্বশেষ কিছু কথা
সব দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে Realme p3x লং টাইম ব্যাবহার করা জন্য সবচেয়ে ভালো ফোন। যারা গেম খেলতে পছন্দ করে রিয়েলমির এই ফোনটি খুব ভালো একটি অবশন হতে পারে। সবশেষে গুরুত্বপূর্ণ কথা হলো ফোন কেনার আগে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকল তথ্য যাচাই-বাচাই করে নিবেন। ৫জি সমর্থন করে এমণ স্মার্টফোন কিনুন। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা জানেন আমাদের দেশে ৫জি নেটওয়ার্ক চালু হতে শুরু করেছে।