২০২৫ সালে চার্জার ফ্যানের দাম কত? সব মডেলের দাম ও রিভিউ!

আসছে গরম। এই গরমের দিনে বিদ্যুৎ চলে গেলে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হয় সেটি হলো চার্জার ফ্যান। বাংলাদেশে ওয়ালটন, ভিশন, আরএফএল, ডিফেন্ডার, সুপার স্টার, মার্সেলসহ অনেক ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়। কিন্তু এই সকল চার্জার ফ্যানের দাম কত? কোন ব্র্যান্ডের ফ্যান ভালো? কোথায় কম দামে পাওয়া যাবে? এসব প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতে থাকে।

চিন্তার কোনো কারণ নাই। আজকের এই ব্লগে আমরা ২০২৫ সালের সবচেয়ে ভালো চার্জার ফ্যানের দাম জানাবো। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের তুলনা, মিনি ও বড় চার্জার ফ্যানের দাম, ব্যাটারি ব্যাকআপ এবং সেরা অফার সম্পর্কে বিস্তারিত জানাবো। তাই পুরো ব্লগটি পড়ুন। আপনার প্রয়োজন অনুযায়ী সেরা চার্জার ফ্যান বেছে নিন!

আরও পড়ুন: সেরা রাইস কুকারের দাম কত ২০২৫

চার্জার ফ্যানের দাম কত


চার্জার ফ্যান দাম ২০২৫

বাংলাদেশে গ্রীষ্মকালে বিদ্যুৎতের লোডশেডিংয়ে জালায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায়। চার্জার ফ্যান হতে পারে শীতল বাতাস উপভোগ করার একমাত্র পন্থা। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান রয়েছে। তাই চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ সম্পর্কে তুলো ধরা হবে এই ব্লগে।

চার্জার ফ্যানের দাম ২,০০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে। তবে এই দাম নির্ভর করে ব্র্যান্ডের আকার, ব্যাটারি ক্ষমতা ও ফিচার উপর নির্ভর করে। সব সময় দাম একই থাকে না সময়তে কিছুটা পরিবর্তন হয়ে থাকে। চলুন এবার দেখে নেই বিভিন্ন ব্র্যান্ডে চার্জার ফ্যানের দাম কত টাকা?

ওয়ালটন চার্জার ফ্যান দাম ২০২৫

ওয়ালটন বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি ব্র্যান্ড। যারা গুণগত মানসম্পন্ন চার্জার ফ্যান তৈরি করে। ২০২৫ সালে ওয়ালটনের বেশ কিছু মডেলের চার্জার ফ্যানের দাম নিচে দেওয়া হলো:

মডেল আকার দাম (টাকা)
ওয়ালটন চার্জার ফ্যানের দাম ১২ ইঞ্চি ৩,৯৪৭
ওয়ালটন চার্জার ফ্যানের দাম ১৪ ইঞ্চি ৪,৩১৫
ওয়ালটন চার্জার ফ্যানের দাম ১৬ ইঞ্চি ৫,৫০০
ওয়ালটন চার্জার ফ্যানের দাম ১৭ ইঞ্চি ৫,৭৮৭

ভিশন চার্জার ফ্যান দাম ২০২৫

ভিশন ব্র্যান্ডের চার্জার ফ্যানও বেশ জনপ্রিয়। এদের ১২, ১৪, ১৬, এবং ১৮ ইঞ্চির ফ্যানগুলো বেশ কার্যকরী।

মডেল আকার দাম (টাকা)
ভিশন চার্জার ফ্যানের দাম ১০ ইঞ্চি ৩,৮০০
ভিশন চার্জার ফ্যানের দাম ১৪ ইঞ্চি ৪,২০০
ভিশন চার্জার ফ্যানের দাম ১৬ ইঞ্চি ৫,০০০
ভিশন চার্জার ফ্যানের দাম ১৮ ইঞ্চি ৫,৫০০

ডিফেন্ডার চার্জার ফ্যান দাম ২০২৫

ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম তুলনামূলক কম এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য বেশ ভালো।

মডেল আকার দাম (টাকা)
ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম ১২ ইঞ্চি ২,৮৫০
ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম ১৪ ইঞ্চি ৩,৯৯০
ডিফেন্ডার চার্জার ফ্যানের দাম ১৬ ইঞ্চি ৪,৯৯০

আরএফএল চার্জার ফ্যান দাম ২০২৫

আরএফএল বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড। এদের চার্জার ফ্যানের দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী।

মডেল আকার দাম (টাকা)
আরএফএল চার্জার ফ্যানের দাম ১৪ ইঞ্চি ৪,০০০

মার্সেল চার্জার ফ্যান দাম ২০২৫

দেশের ভিতরে কয়েকটি ব্র্যান্ডের মধ্যে অন্যতম হলো মার্সেল কোম্পানী। তাদের ১২, ১৪, ১৬, ১৭ ইঞ্চির চার্জার ফ্যান বাজারে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন ৪,২৯০ থেকে শুরু করে সর্বচ্ছো ৭,০০০ টাকার ফ্যান রয়েছে।
মডেল আকার দাম (টাকা)
মার্সেল চার্জার ফ্যানের দাম ১২ ইঞ্চি ৪,২৯০
মার্সেল চার্জার ফ্যানের দাম ১৪ ইঞ্চি ৪,৬৯০
মার্সেল চার্জার ফ্যানের দাম ১৬ ইঞ্চি ৬,৫৯০
মার্সেল চার্জার ফ্যানের দাম ১৭ ইঞ্চি ৬,৯৯০

কেনেডি, সুপার স্টার এবং অন্যান্য ব্র্যান্ডের চার্জার ফ্যান দাম

কেনেডি, সুপার স্টার, সানকা, সিঙ্গার ও যমুনা ব্র্যান্ডের চার্জার ফ্যানের দাম ৪,৫০০ থেকে ৭,০০০ টাকার মধ্যে রয়েছে। তবে সেগুলো বিভিন্ন আকারে হয়েছে। শুধু তাই নয় এই ফ্যানের দাম ধারণ ক্ষমতার উপর নির্ভর করে দামও ভিন্ন।

চার্জার ফ্যান কেনার গাইড

চার্জার ফ্যান কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। সেগুলো নিচে দেওয়া হলো-

  1. ব্যাটারি ক্ষমতা: দীর্ঘ সময় ধরে ব্যাকআপের জন্য শক্তিশালী ব্যাটারির দেখে মডেল কিনুন।
  2. বাতাসের গতি: যে সকল ফ্যানে মাল্টি-স্পিড অপশন রয়েছে সেই ফ্যানকে নির্বাচন করুন।
  3. চার্জিং টাইম: দ্রুত চার্জ হয় এমন ফ্যান বেছে নিন।
  4. সেবা ও ওয়ারেন্টি: দীর্ঘদিনের ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা পাওয়া যায় এমন ব্র্যান্ড বাছাই করুন।

চার্জার ফ্যান কোথায় পাবেন?

ওয়ালটন, ভিশন, ডিফেন্ডার, আরএফএল, সুপার স্টার, কেনেডি, মার্সেল, সানকা, সিঙ্গার ও যমুনা চার্জার ফ্যান পাওয়া যায় স্থানীয় ইলেকট্রনিক্স দোকানগুলোতে। এছাড়াও আপনি চাইলে প্রত্যেক ব্র্যান্ডে নিজস্ব শো-রুম থাকে আপনার পছন্দ অনুযায়ী চার্জার ফ্যান ক্রয় করতে পারবেন। তবে আপনাকে আগে থেকে খোঁজ করতে হবে নিজের শহরে কোথায় তাদের দোকানটি রয়েছে। অনলাইন থেকেও অর্ডার করে আপনার কাঙ্খিত পন্যটি কিনতে পারবেন। যেমন - দারাজ, পিকাবো, বিভিন্ন ব্রান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 

চার্জার ফ্যান দাম কত?

চার্জার ফ্যান প্রাইস ২০২৫ সালে ব্র্যান্ড ও মডেলের উপর নির্ভর করে ২,০০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে রয়েছে। বিশেষ করে চার্জার ফ্যান এর দাম ২০২৫ ওয়ালটন ব্র্যান্ডের জন্য একটু বেশি হলেও এর মানও তুলনামূলক ভালো।

চার্জার ফ্যান ব্যাটারি দাম ও পাইকারি বাজার

চার্জার ফ্যান ব্যাটারির দাম সাধারণত ১,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে থাকে। পাইকারি চার্জার ফ্যান কিনতে হলে বাজার থেকে সরাসরি ডিলারদের সাথে যোগাযোগ করুন।

আরও পড়ুন: ভিশন ফ্রিজ 252 লিটার দাম কত ২০২৫

শেষ কথা

২০২৫ সালে চার্জার ফ্যানের দাম তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দেখে কিনুন। গরমের সময় এটি আপনাকে আরামদায়ক বাতাস দেবে। বিদ্যুৎ বিভ্রাটের সময় আপনাকে সহায়তা করবে। মনে রাখবেন এখানে চার্জার ফ্যানের দাম কত টাকা? এই প্রশ্নের সমাধান আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি। তবে আপনারা ফ্যান কেনার সময় নিজেরা একটু যাচাই-বাছাই করে নিবেন। প্রয়োজনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সকল তথ্য জেনে নিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url